ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবেগই ডোবালো ব্রাজিলকে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
আবেগই ডোবালো ব্রাজিলকে জোয়াকিম লো

ঢাকা: তারকা স্ট্রাইকার নেইমারের আঘাতে অনেক বেশি আবেগী হয়ে পড়েছিল ব্রাজিল। আর সেই আবেগই ব্রাজিলকে জার্মানির বিপক্ষে ডুবিয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় জায়ান্ট দলটির কোচ জোয়াকিম লো।



লো’র মতে, প্রথমার্ধের ত্রিশ মিনিটে পাঁচ গোল হজম করে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে ব্রাজিল। আর এতেই ম্যাচ জয় জার্মানদের জন্য সহজ হয়ে যায়।

দলের খেলোয়াড়দের বিষয়ে লো বলেন, সবাই তার নিজের কাজটা মনোযোগ দিয়ে করেছে। সামনে এগিয়ে যেতে আমরা ভালো খেলেছি।

মঙ্গলবার রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে জার্মানি।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় অ্যারেনা দে সাও পাওলো স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।

জয়ী দল আগামী ১৩ জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।