ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল জার্মানির

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল জার্মানির

ঢাকা: বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল উদযাপনের রেকর্ড গড়েছে বিধ্বংসী জার্মানি। মঙ্গলবার রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার মাধ্যমে এ মাইলফলক স্পর্শ করে দলটি।



পরিসংখ্যান মতে, বিশ্বকাপের ২০টি আসরের মধ্যে ১৮টিতেই অংশ নেওয়া জার্মানি সর্বাধিক ২২৩ গোলের রেকর্ড গড়েছে।

মঙ্গলবারের ম্যাচসহ ১০৫ ম্যাচে করা জার্মানদের এ রেকর্ডে জয় রয়েছে ৬৫টি, হার ২০টি এবং ২০টির ফল অমীমাংসিত।

এর আগে, ১০২ ম্যাচে (মঙ্গলবারের ম্যাচ বাদে) সর্বাধিক ২২০ গোল নিয়ে রেকর্ড ছিল ব্রাজিলের।

অবশ্য, বিশ্বকাপের সবক’টি আসরে খেলা ব্রাজিলের দখলেই সর্বাধিক ৭০টি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।