ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক ক্লোসা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক ক্লোসা

ঢাকা: ২১ জুন ঘানার বিপক্ষে গোল করে ‘দ্য ফেনোমেনন’ খ্যাত ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদোর রেকর্ড স্পর্শ করেন মিরোস্লাভ ক্লোসা।   আর সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ২৩ মিনিটে গোল করে বিশ্বকাপে ১৬ গোলের নতুন রেকর্ড করলেন ৩৬ বছর বয়সী ক্লোসা।



১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত টানা তিন বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৫ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে নিশ্চিত ছিলেন রোনালদো।

চার বছর আগে আফ্রিকা বিশ্বকাপে জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা ১৪ গোল করে রোনালদোর রেকর্ড হুমকির মুখে ফেললেও তা ভাঙার সম্ভাবনা তৈরি হয়নি।

এর আগে ২০০২ বিশ্বকাপে ৫টি, ২০০৬ বিশ্বকাপে ৫টি এবং ২০১০ বিশ্বকাপে ৪টি গোল করে (১৯ ম্যাচে) আরেক কিংবদন্তী গার্ড মুলারের পাশে জায়গা করে নেন ক্লোসা।

১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে গার্ড মুলার ১৩ ম্যাচে ১৪টি গোল করে অমরত্ব লাভ করেন। পরে সে রেকর্ড ভেঙে দেন দ্য ফেনোমেনন।

এছাড়া ইতোমধ্যে ক্লোসা ছাড়িয়ে গেছেন স্বদেশী সবাইকে। দেশের হয়ে ১৩২ ম্যাচে তার গোল সংখ্যা ৬৯টি।

গার্ড মুলার, রোনালদো ও ক্লোসা বিশ্বকাপে সর্বোচ্চ গোলের কীর্তি গড়ে অমরত্ব পেলেও পিছিয়ে রয়েছেন আরেক কিংবদন্তী ফরাসি জ্যাঁ ফন্টেইন থেকে। তিনি ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে করেছিলেন ১৩ গোল!

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।