ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারের জায়গায় খেলছেন বার্নার্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
নেইমারের জায়গায় খেলছেন বার্নার্ড

ঢাকা: ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমারের জায়গায় সেমিফাইনালে খেলছেন উইঙ্গার বার্নার্ড দুয়ার্তে। গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নেইমারের জায়গায় খেলা শাখতার দোনেস্কের এ মিডিফিল্ডারের জন্য এটা বড় দায়িত্বই বটে।



বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাও স্টেডিয়ামে জার্মানির সঙ্গে ব্রাজিলের ফাইনালে ওঠার এ লড়াই শুরু হচ্ছে। এ লড়াইয়ে খেলছেন না নেইমার ও তার অধিনায়ক থিয়েগো সিলভা। সিলভা এ ম্যাচে ছিটকে পড়েছেন হলুদ কার্ড জটিলতায়।

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগারের রাফ ট্যাকলে মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পেয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় নেইমারের।

তার বিশ্বকাপ সমাপ্তিতে সেমিফাইনালে বার্সা ফরোয়ার্ডের জায়গায় কে মাঠে নামবেন তা নিয়ে নানা গুঞ্জন ওঠে।

অনেকে জোর গলায় উইলিয়ানের কথা উচ্চারণ করেন। তবে শেষ পর্যন্ত বার্নার্ডই এলেন ‘দ্বিতীয় আমারিলদো’ হয়ে।

এখন নেইমারের স্থলে নামা এ উইঙ্গার ব্রাজিলবাসীর স্বপ্নপূরণে কতটুকু ভূমিকা রাখেন তা-ই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।