ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সর্বোচ্চ বিশ্বকাপ খেলা ৫ খেলোয়াড়

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
সর্বোচ্চ বিশ্বকাপ খেলা ৫ খেলোয়াড়

চার বছর পর আবারো জমেছে ফিফা বিশ্বকাপ আসর। বিশ্বকাপ মানেই ফুটবলারদের মিলনমেলা।

  বিশ্বকাপের আসরগুলো পৃথিবীকে অনেক রেকর্ডের সাক্ষী করেছে। সেই রেকর্ডগুলোর তালিকাও করে রেখেছে ফিফা।

সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলে অনেকেই রেকর্ড গড়েছেন। ফিফার তালিকা থেকে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা কয়েকজন খেলোয়াড়দের নিয়ে আজকের আয়োজন।

অ্যান্টনিও কার্জাবাল
মেক্সিকোর এ খেলোয়াড় ৫ বার বিশ্বকাপ টুর্নামেন্টে খেলেছেন। ১৯৫০ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত বিশ্বকাপের ৫ আসরে ছিল তার অংশগ্রহণ।

লোথার ম্যাথিউস
জার্মানির এ খেলোয়াড়ও ৫টি বিশ্বকাপ খেলেছেন। ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে তিনি অংশ নেন।

কাফু
১৯৯৪, ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে ব্রাজিলিয়ান এ ফুটবলার দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন।


জিউসেপে বারগোমি
ইতালির এ খেলোয়াড় ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত বিশ্বকাপের ৪টি আসরেই খেলেছেন।

পাওলো মালদিনি
ইনিও ইতালির ফুটবলার। বিশ্বকাপ খেলেছেন ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে।

এবারের বিশ্বকাপে ৩৬ বছর বয়সী জার্মান মিরোস্লাভ ক্লোসাও খেলছেন তার চতুর্থ বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।