ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেশের জন্য সবই করবে ব্রাজিল: মরিনহো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
দেশের জন্য সবই করবে ব্রাজিল: মরিনহো হোসে মরিনহো

ঢাকা: চেলসি কোচ হোসে মরিনহো বিশ্বাস করেন ২০১৪ বিশ্বকাপ জিততে লুইজ ফেলিপ স্কলারির শিষ্যরা অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তার মতে ব্রাজিল এখনও স্বাগতিক হিসেবে তাদের সেরা খেলাটা দেখাতে না পারলেও শিরোপা জিততে বাকি কাজটুকু করবে।



৫১ বছর বয়সী রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচ বলেন, ‘আমি মনে করি ব্রাজিল লড়াই করার মতো একটি দল। তাদের প্রত্যেকটি খেলোয়াড় সঠিক সময়ে সঠিক কাজটি করে থাকে। আমি এজন্য তাদের শ্রদ্ধা জানাই। ’

পর্তুগালে জন্ম নেয়া মরিনহো আরো বলেন, ‘বাস্তবতা হল ব্রাজিল এখনও তাদের সেরা খেলাটা মাঠে দেখাতে পারছে না। তারা এখনও তাদের ভাল কিছু খেলোয়াড়কে মাঠে নামায়নি। কিন্তু আমি জানি তারা তাদের সঠিক কাজটিই করছে। আর এ ব্যাপারে তারা বেশ সচেতন রয়েছে। ’

ব্রাজিল তাদের নিজস্ব স্টাইলে খেলছে বলে মনে করছেন মরিনহো। তাদের খেলা দেখে শিরোপার যোগ্য দাবীদার বলে ব্রাজিলকে এগিয়ে রাখা মরিনহো বলেন, ‘আমি বিশ্বাস করি বিশ্বকাপের গল্প শেষ হবে ব্রাজিলের শিরোপা জেতার মাধ্যমে। তারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে তারা একটি দল হয়ে খেলতে পারে। ’

‘তাদের উপর সম্মান রেখেই বলছি, তারা টুর্নামেন্টকে নিজেদের করে নিতে দেশের জন্য সবই করবে। তাদের মূল নীতি নিয়ে কেউ সমালোচনা করবে না’ স্কলারির দর্শনকে স্বাগত জানিয়ে মরিনহো এমনটি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৬ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।