ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লজ্জাকর সমীকরণে শীর্ষে ব্রাজিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
লজ্জাকর সমীকরণে শীর্ষে ব্রাজিল

ঢাকা: চলতি বিশ্বকাপ জিততে মরিয়া চার ফুটবল পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এবং নেদারল্যান্ডস। এই চার সেমিফাইনালিস্টদের নান্দনিক ফুটবলের মাঝে মাঠেই প্রভাব ফেলেছে কয়েকটি সমীকরণ।



ফিফা’র ওয়েব সাইট থেকে প্রাপ্ত এ সমীকরণে দেখা যায় চলতি বিশ্বকাপে পাঁচটি করে ম্যাচ খেলে ১০টি হলুদ কার্ড পেয়ে কোস্টারিকার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে ব্রাজিল।

৯৬টি ফাউল (অবৈধ্য বাধা) করে সাম্বার দেশ ব্রাজিল এক্ষেত্রেও রয়েছে এক নম্বরে। তবে প্রতিপক্ষের দ্বারা স্বাগতিকরা ফাউলের শিকার হয়েছে সবচেয়ে বেশি। সর্বোচ্চ ৯৫ বার তাদের অবৈধ্যভাবে বাধা দেয়া হয়েছে।

অপরদিকে আর্জেন্টিনার খেলোয়াড়রা হলুদ কার্ড দেখেছে ৫টি। তারা ফাউল করেছে ৫৪ বার এবং ফাউলের শিকার হয়েছে ৮৩ বার।

নেদারল্যান্ডস ফাউল করেছে তৃতীয় সর্বোচ্চ ৯১ বার। ডাচদের অবৈধ্য ভাবে বাধা দেয়া হয়েছে ৫৮ বার। তাদের খেলোয়াড়রা হলুদ কার্ড দেখেছে ৭ বার।

আরেক সেমিফাইনালিস্ট জার্মানির খেলোয়াড়রা হলুদ কার্ড দেখেছে মাত্র ৪ বার। প্রতিপক্ষকে ফাউল করেছে ৫৭ বার, যেখানে তারা এর শিকার হয়েছে ৭৪ বার।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ৬ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।