ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবারের সর্বোচ্চ গোল রদ্রিগেজের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
এবারের সর্বোচ্চ গোল রদ্রিগেজের

ঢাকা: কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে পেনাল্টিতে করা গোলের মাধ্যমে বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ ৬ গোলদাতার মালিক বনে গেলেন কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ।

শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের ৮০ মিনিটে পোনাল্টি থেকে গোল করেন তিনি।

এ গোলের সঙ্গে আগের ৫ গোল মিলিয়ে বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্থান করে নিলেন তিনি।

গ্রুপ পর্বে তিন গোলের পর নকআউটে উরুগুয়ের বিপক্ষে দুই গোল করেন রদ্রিগেজ।  

রদ্রিগেজের পর ৪ গোলের করে তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন লিওনেল মেসি, নেইমার ও থমাস ‍মুলার।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।