ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গ্যালারিতে থাকবে ৬০ হাজার নেইমার!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
গ্যালারিতে থাকবে ৬০ হাজার নেইমার!

ঢাকা: জার্মানরা যদি মনে করে ব্রাজিলের পোস্টার বয় নেইমারকে ছাড়া সেমিফাইনালে তাদের মোকাবেলা করবে, তাহলে তাদের ‘বোকা’ বনে যেতে হবে। কারণ ব্রাজিল-জার্মানি ম্যাচে এক নেইমার থাকবেনা তো কি হয়েছে, বেলো হরিজন্তের গ্যালারিতে থাকবে ৬০ হাজার নেইমার!
 
শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে কলম্বিয়ার জুনিগার জোরালো বাধার কারণে  মেরুদন্ডের কশেরুকায় চিড় ধরেছে।

এজন্য চিকিৎসকের পরামর্শে তাকে কমপক্ষে ৪০- ৪৫ দিন মাঠের বাইরে থাকতে হবে।

কিন্তু ২২ বছর বয়সী এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এরই মধ্যে তারকা খেলোয়াড় হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে বিশ্বজুড়ে।

জার্মানির সঙ্গে ব্রাজিলের এ মহারণের আগে বিস্ময়কর ৬০ হাজার মুখোশ সবার হাতে হাতে পৌছে দেওয়া হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। মুখোশে লেখা থাকবে ‘আমরা সবাই নেইমার’!

সুতরাং থমাস মুলার  এবং তার সতীর্থদের সতর্ক থাকতে হবে। নেইমার এখন কোনো ব্যক্তি নয়, বেলো হরিজন্তে মাঠে মুখোশধারী নেইমারই হবে জার্মানদের ভয়ের কারণ।
    
মঙ্গলবারের প্রথম সেমিফাইনালে চোটের কারণে মাঠে নামতে পারছেন না ব্রাজিল তারকা নেইমার।

নেইমারের চেহারার আদলে তৈরি মুখোশকে তার ভক্ত-সমর্থকরা পরিধান করবে ব্রাজিল-জার্মানি ম্যাচের শুরু থেকেই। আর এই বিপুল সংখ্যক মুখোশ সরবরাহ করবে পি.আর এজেন্সি পেরেইরা এবং ও’ডেল নামক একটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ৮ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।