ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হ্যামস্ট্রিং চোটে লিভারপুল ম্যাচ থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
হ্যামস্ট্রিং চোটে লিভারপুল ম্যাচ থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস

চ্যাম্পিয়ন্স লিগে এমনিতেও সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তার ওপর দুঃসংবাদ পেতে হলো ক্লাবটিকে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারনে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। লিভারপুলের বিপক্ষে তাকে দেখা যাবে না মাঠে।  

আজ এক বিবৃতিতে ভিনিসিয়ুসের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে তারা জানায়, আজ পরীক্ষা-নিরীক্ষা করার পর ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়ে। তবে সেরে উঠতে কত সময় লাগবে এই সম্পর্কে ক্লাব জানায়নি কিছু।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ভিনিসিয়ুসকে। এটি যদি সত্যি হয় তবে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের পাশাপাশি পরবর্তী ম্যাচে আগামী ১০ ডিসেম্বর আতালান্তার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়া এই ফরোয়ার্ড।  

গতকাল রাতে লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় রিয়াল। ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন ভিনিসিয়ুস। যদিও গোল পাননি। তবে অবদান রেখেছেন তিনি। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান চার ম্যাচে করেছেন ৪ গোল। ব্যালন ডি’অরের তালিকায় দ্বিতীয় হওয়া এই তারকা লা লিগাতেও আছে ফর্মে। ১৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।  

যদিও চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুম ভালো যাচ্ছে না রিয়ালের। এই পর্যন্ত চার ম্যাচে দুইবার হারতে হয়েছে তাদের। ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ১-০ ব্যবধানে হারার পর ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজিত হয় ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।