ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বিদায়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বিদায়

দীর্ঘদিন পর ব্যর্থতার তিক্ত স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মোক্ষম সময়ে পেনাল্টি পেয়েছিল তার দল।

কিন্তু তা কাজে লাগাতে পারেননি পর্তুগিজ উইঙ্গার। আর তাতে সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে।

গতকাল আসরের শেষ ষোলোর ম্যাচে আল-তাউয়ুনের কাছে ০-১ গোলে হেরেছেন রোনালদোরা। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত পিছিয়ে থাকার পর যোগ করা সময়ে পেনাল্টি পেয়েছিল আল নাসর। যা কাজে লাগাতে পারলে খেলার ফল অন্যরকম হতে পারতো।

নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১তম মিনিটে গোল করে আল-তাউয়ুনকে এগিয়ে দেন ওয়ালিদ আল-আহমেদ। ওই গোলেই ফলাফল নির্ধারিত হয়। যোগ করা সময়ে এই আল-আহমেদই নিজেদের বক্সে ফাউল করে আল নাসরকে পেনাল্টি উপহার দিয়েছিলেন। কিন্তু রোনালদো বারের ওপর দিয়ে মারেন।

আল নাসরের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমার জুনিয়রের আল হিলাল। আল তাইকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।