ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বাফুফে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে এবং দেশের ফুটবল নিয়ে আলোচনা করতে এখানে এসেছেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে এই প্রথম বাফুফে ভবনে আসলেন তিনি। এর আগে  বেশ কয়েকবার বিসিবিতে গেলেও এই প্রথম বাফুফেতে এসেছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।  

বাফুফে ভবনে আজ ক্রীড়া উপদেষ্টা আসলেও নেই বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। কার্যনির্বাহী কমিটিরও কেউ উপস্থিত নেই। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গেই মতবিনিময় করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।