ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান যাচ্ছে শ্যামনগরের আব্দুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান যাচ্ছে শ্যামনগরের আব্দুর রহমান

সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয় বয়সভিত্তিক ফুটবল দলের হয়ে সাফ চ্যাম্পিয়ানশিপ অনূর্ধ্ব-১৬ খেলতে ভুটানে যাচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের গোলকিপার আব্দুর রহমান।

৩০ আগস্ট সকাল ১০টায় দলের সঙ্গে ভুটানের উদ্দেশে দেশ ত্যাগ করবে সে।

আব্দুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের হান্নান মল্লিকের ছেলে।

শ্যামনগরের যুব বেসিক ফুটবল একাডেমি থেকে উঠে আসা অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের গোলকিপার আব্দুর রহমান ২০২০-২১ বর্ষে ঢাকা পাইওনিয়ার লীগে গোপালগঞ্জ ফুটবল একাডেমির হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে। একই বছর ঢাকা পাইওনিয়ার লীগে সেরা গোলকিপার নির্বাচিত হয় সে।

এরপর ২০২১-২২ বর্ষে ঢাকা জুনিয়র বিসিএল লীগে ওয়ারি ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করে সুযোগ পায় বাংলাদেশ চ্যাম্পিয়নস লীগে। দেশের সব চেয়ে কম বয়সী গোলকিপার হিসেবে ঢাকা ওয়ারি ক্লাবে যোগদান করেছে আব্দুর রহমান।

পরে ডাক পায় বাংলাদেশ এলিট ফুটবল একাডেমিতে। আর এবার বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে আব্দুর রহমান।  

শ্যামনগরের যুব বেসিক ফুটবল একাডেমির কোচ মাছুম বিল্লাহ বলেন, আব্দুর রহমানের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। সে বেসিক ফুটবল একাডেমির নাম উজ্জ্বল করেছে। আশা করছি তার পারফরমেন্সে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।