ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কুল বিএসজেএ মিডিয়া কাপ

টাইব্রেকারে হেরে বিদায় বাংলানিউজের 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
টাইব্রেকারে হেরে বিদায় বাংলানিউজের 

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে বাংলানিউজটোয়েন্টিফোরের বিপক্ষ মাঠে নেমেছিল ঢাকা ট্রিবিউন। শুরু থেকে আক্রমণাত্মক খেলে দুই দলই।

কিন্তু ডেডলক ভাঙতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। পরে টইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ট্রিবিউন।

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে এবার ৩২ দল অংশগ্রহণ করছে। বাংলানিউজটোয়েন্টিফোর আই গ্রুপে খেলেছে। এবারের আসরে গ্রুপ পর্বও নকআউট ভিত্তিতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।