ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেলেকে নিয়ে যা লিখলেন মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
পেলেকে নিয়ে যা লিখলেন মেসি-রোনালদো

পৃথিবীকে বিদায় জানালেন ফুটবলের সম্রাট পেলে। প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

তার মৃত্যুতে শোকের চাদরে ঢাকা পড়েছে ফুটবল বিশ্ব। পেলের এই বিদায় মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে অনেকের কাছেই।

তবে পেলে বেঁচে থাকবেন তার কীর্তির মাধ্যমে, তার ভক্তদের মাধ্যমে। তিন বিশ্বকাপ জেতা এই ফুটবলারের খেলা হয়তো অনেকেই সরাসরি দেখেননি, কিন্তু ইন্টারনেটের যুগ আসার পর পেলের খেলা দেখে মুগ্ধ হননি এমন মানুষ খুব কমই আছেন। হালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও তার ব্যতিক্রম নন।

পেলের মৃত্যু নিয়ে সময়ের অন্যতম সেরা ফুটবলার লেখেন, ‘ব্রাজিল এবং বিশেষ করে পেলের পরিবারকে সমবেদনা জানাই। এই মুহূর্তে গোটা ফুটবলবিশ্ব যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে শুধু একটা শোকবার্তা যথেষ্ট নয়। রাজাকে শুধু বিদায় জানালে হবে না। পেলে কয়েক কোটি মানুষের অনুপ্রেরণা। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবেন। ’

‘আমাকে যে ভালবাসা আপনি দিয়েছেন, তা আমি চেষ্টা করেছি আপনাকে ফিরিয়ে দিতে, তা আমাদের মধ্যে যত দূরত্বই থাকুক না কেন। আজীবন মনে থাকবেন এবং আমার মতো সব ফুটবল ভক্তের মধ্যে তিনি বেঁচে থাকবেন। শান্তিতে ঘুমান রাজা। ’

রোনালদোর মতো মেসিও লেখেছেন, ‘পেলে, আপনি শান্তিতে ঘুমান। ’

বর্তমান সময়ের যার মধ্যে পেলের ছায়া দেখা যায় সেই কিলিয়ান এমবাপ্পেও শোকাতুর। পিএসজির ফরোয়ার্ড লেখেন, ‘ফুটবলের রাজা বিদায় নিয়েছেন, তবে তাঁকে ভোলা যাবে না। শান্তিতে ঘুমান রাজা। ’

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।