ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফিনল্যান্ড

ফিনল্যান্ডে প্রবাসী বাঙালিদের ভালোবাসা দিবস উদযাপন

জামান সরকার, ফিনল্যান্ড থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ফিনল্যান্ডে প্রবাসী বাঙালিদের ভালোবাসা দিবস উদযাপন

ফিনল্যান্ড: ‘দেশে-দেশে, জাতিতে-জাতিতে ও গোষ্ঠীতে-গোষ্ঠীতে বিরোধকে দূরে ঠেলে একাত্মতা প্রকাশ’ এ স্লোগানকে সামনে রেখে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করলো বিশ্ব ভালোবাসা দিবস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশের নাগরীকদের সঙ্গে নিয়ে হেলসিংকির তিক্কুরিলাতে এ দিবসটি উদযাপন করা হয়।

ভান্তা সিটি করপোরেশন এর আয়োজন করে।

ভালাবাসা দিবসের এই উদযাপনে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, নাইজেরিয়া, সুদান, ইরান, ইরাক, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, যুক্তারাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, রুমানিয়া, আইভরিকোষ্ট, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইডেন, সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, ক্যামেরুন, ঘানা, লিবিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীর ৪৭ দেশের প্রবাসীরা অংশ নেয়।

এই উদযাপনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের খাবার পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ