ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফিনল্যান্ড

ফিনল্যান্ডে মহিলা সমিতির পিঠা উৎসব

জামান সরকার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
ফিনল্যান্ডে মহিলা সমিতির পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেলসিংকি থেকে: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে শীতের আমেজের সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। ফিনল্যান্ডের বাংলাদেশ মহিলা সমিতি এ পিঠা মেলার আয়োজন করে।



রাজধানী হেলসিংকির পিহলাম্যাকি ইয়থসেন্টার মিলনায়তনে দিনব্যাপী এ পিঠা মেলা অনুষ্ঠিত হয়। পিঠা মেলাটি বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়েছিল।
p_1
সবার জন্য উন্মুক্ত এ মেলায় হেলসিংকির বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখা যায়।
p_2
৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত মেলায় আটটি বাংলাদেশি প্রতিষ্ঠান পিঠার স্টল দেয়। প্রায় ২৫ রকম দেশি পিঠার পসরা সাজিয়ে বসেন বাংলাদেশি নারীরা।
p_3
উক্ত পিঠা মেলায় পিঠাঘর গুলোতে প্রায় ২৫ ধরনের পিঠা লক্ষ্য করা যায় এর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল- ভাঁপা পিঠা, ভেজিটেবল ঝাল পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, চাঁদ পাকন পিঠা, ছিট পিঠা, সুন্দরী পাকন, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, পানতোয়া ও পুডিং প্রভৃতি।

 বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ