ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

গণপরিবহন বন্ধে রাস্তার রাজা সিএনজি-রিকশা

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
গণপরিবহন বন্ধে রাস্তার রাজা সিএনজি-রিকশা ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট। আজ ধর্মঘটের দ্বিতীয় দিনে রাস্তায় নেই কোনো গণপরিবহন।

 গণপরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই বিভিন্ন সড়কে যাত্রীদের ভিড় দেখা যায়। নানা প্রয়োজনে বেরিয়ে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

পরিবহন বন্ধে মানুষের দুর্ভোগ ও ভোগান্তির সুযোগ নিয়ে রিকশা, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, মহাসড়কে চলছে ব্যাপক দাপটে। ২০০ টাকার ভাড়া হাঁকিয়ে বেড়াচ্ছেন ৫০০ টাকা।

রাজধানীর মহাখালী, যাত্রাবাড়ী, শনিআখরা, রায়েরবাগ, চিটাগাং রোড, গুলিস্তান ঘুরে তুলে আনা হয়েছে নানান চিত্র।

সকাল থেকেই যাত্রীরা সড়কে গাড়ির অপেক্ষায়। পিকআপ দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন উঠতে।

দুই একটি বাস চললেও বিআরটিসি বাসই এখন একমাত্র ভরসা।

সিএনজি ও রিকশাগুলো অতিরিক্ত যাত্রী বহন করে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন।

গণপরিবহন বন্ধ থাকায় লেগুনাগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে।

যাত্রাবাড়ীতে পুরো সড়কই দখল করে নিয়েছে রিকশা, ভ্যান ও সিএনজি।

যাত্রাবাড়ীর যাত্রী দিদার জানান, প্রায় ঘণ্টা খানেক দাঁড়িয়ে আছি। ধানমন্ডি যাবো। কোনো গাড়ি পাচ্ছি না। সব কয়টা গাড়িই অতিরিক্ত যাত্রী টানছে। সিএনজিতে ২০০ টাকার ভাড়া ৫০০ টাকা চাইছে। সবাই সুযোগ খোঁজে আর আমাদের মতো সাধারণ মানুষের পকেট খালি করে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর  ০৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।