ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে জোয়ারের পানিতে নিমজ্জিত কয়রার দৃশ্য

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ২৬, ২০২১
ছবিতে জোয়ারের পানিতে নিমজ্জিত কয়রার দৃশ্য চারিদিকে শুধু থৈ-থৈ পানি। ছবি: বাংলানিউজ

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে। এর প্রভাবে খুলনার কয়রার নদ-নদীতে অস্বাভাবিক হারে জোয়ারের পানি বেড়েছে।

কোনো কোনো এলাকায় বাঁধ ভেঙে গেছে। আবার কোথাও বাঁধ উপচে বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। দিশাহীন হাজার হাজার মানুষের কান্না, অসহায় আর্তনাদে ভারি হচ্ছে কয়রা উপজেলার আকাশ বাতাস। ঘরের মধ্যে জোয়ারের পানি ঢুকে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন একজন গৃহবধূ। src="http://banglanews24.com/public/userfiles/images/AAT25/26-05-2021-AAt/Untitled-1.jpg" style="width:100%" />চারপাশে শুধু পানি আর পানি। তাই তো বাড়ির মধ্যে উঁচু স্থানে নিরাপদে রাখা হয়েছে গবাদিপশুগুলোকে। মঠবাড়ি এলাকায় সাপের মতো ফনা তুলে প্রবল জোয়ারের পানি ওয়াপদার রাস্তা উপচে লোকালয়ে প্রবেশ করছে। শুধু কাঁচা ঘর-বাড়ি তলায়নি, জোয়ারের পানিতে তলিয়েছে বহুতল ভবনের নিচতলাও। অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে সবদিক। পানি ঢুকেছে মাটির দেওয়ালের ঘরে। ঘরের মালামাল রক্ষার চেষ্টা করছেন এক নারী। চারিদিকে থৈ-থৈ করছে পানি। ঘর-বাড়ি ও নদী পানিতে সব একাকার হয়ে গেছে।  তীব্র জোয়ারের পানির তোড়ে রাস্তার পাশের ছোটগাছগুলো দুমড়ে-মুচড়ে যাচ্ছে। প্রচণ্ড বাতাস ও জোয়ারের পানিতে খড়কুটো ভেসে যাচ্ছে। কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকার শ্রীপদ মণ্ডলের বাড়ির সামনে জোয়ারে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এসময় স্থানীয়রা বাঁধ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে। স্থানীয়দের সব চেষ্টা ব্যর্থ করে আংটিহারা এলাকার ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে নোনা পানি ঢুকে পড়ে গ্রামে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ২৬, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।