ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ব্রিটিশবিরোধী বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যের ফাঁসি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
ব্রিটিশবিরোধী বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যের ফাঁসি ভবানীপ্রসাদ ভট্টাচার্য

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১, ২০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ২০ জমাদিউস সানি ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৩০: লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫: লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯১৩: বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু হয়।
১৯১৭: যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
১৯২৫: অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়।
১৯২৭: হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৮: সাইমন কমিশন ভারতে এলে গণবিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়।
১৯৪৫: মিত্রশক্তির এক হাজার বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।
১৯৬৬: সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি পাঠায়।
১৯৬৯: ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
১৯৭৭: রাজধানী আদ্দিস আবাবায় ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত।
১৯৯৬: চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত হয়।
২০০৭: বাগদাদে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে ১৩৫ জন নিহত ও ৩৩৯ জন আহত হয়।

জন্ম
১৮০৯: জার্মানির বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ ফিলিক্স মেনডেলসন বার্থোলডি জন্মগ্রহণ করেন।
১৮৭৩: অতীন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী
১৮৭৩: প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক
১৮৮৩: ঊর্মিলা দেবী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা
১৯৩৬: বব সিম্পসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও কোচ
১৯৬৬: ড্যানি মরিসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও ক্রীড়া ভাষ্যকার

মৃত্যু
১৪৬৮: মুদ্রন শিল্পের জার্মান পুরোধা ইত্তহান গুটেনবার্গ মৃত্যুবরণ করেন।
১৯২৪: উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট।
১৯৩৫: ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ব্রিটিশবিরোধী বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্য
১৯১৪ সালে ২৩ আগস্ট ভবানীপ্রসাদ ভট্টাচার্য (ডাকনাম: টুনু) তৎকালীন ঢাকা জেলার জয়দেবপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বসন্তকুমার ভট্টাচার্য।

ভবানীপ্রসাদ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। তিনি ছাত্রাবস্থায় গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন। বাংলার কুখ্যাত গভর্নর জন অ্যান্ডারসনকে হত্যার প্রতিজ্ঞা নিয়ে কলকাতা ও ঢাকা থেকে আগত অপর দু’জন সঙ্গী নিয়ে ১৯৩৪ সালের মে মাসে দার্জিলিং পৌঁছান। এ হত্যা পরিকল্পনায় ভবানীপ্রসাদের সঙ্গে যুক্ত ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের সুকুমার ঘোষ, উজ্জ্বলা মজুমদার (রক্ষিত রায়), রবীন্দ্রনাথ ব্যানার্জী, মনোরঞ্জন ব্যানার্জী প্রমুখ। দার্জিলিঙে লেবং রেসকোর্স গ্রাউন্ডে তারা ১৯৩৪ সালের ৮ মে অ্যান্ডারসনকে গুলি করেন। দুর্ভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তারা তিনজনই ধরা পড়েন। বিচারে সঙ্গী সুকুমার ঘোষের ১৪ বছর কারাদণ্ড হয় ও দুঃখপ্রকাশ করায় অপরজনের অল্প শাস্তি এবং ভবানীপ্রসাদের মৃত্যুদণ্ড হয়। ভবানীপ্রসাদ ১৯৩৫ সালের ৩ ফেব্রুয়ারি মাত্র ২১ বছর বয়সে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।

সরকারের তথ্য অনুযায়ী, ওই ইংরেজ শাসকের নামে আলিপুরে অ্যান্ডারসন হাউস গড়ে তুলেছিল ব্রিটিশরা। স্বাধীনতার পরে ওই বাড়ির নাম বদল নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে। পরে ১৯৬৯ সালে অ্যান্ডারসন হাউসের নাম বদলে হয় ভবানী ভবন। এটি এখন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পুলিশের সদর দপ্তর।

১৯৬৫: ফুটবল জাদুকর আবদুস সামাদের মৃত্যু।
১৯৭০: লেখক দার্শনিক বার্ট্রান্ড রাসেলের মৃত্যু।
১৯৭৬: বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষ মৃত্যুবরণ করেন।
২০০০: ওস্তাদ আল্লারাখা, বিখ্যাত ভারতীয় তবলা বাদক।
২০১২: ভারতীয় চলচ্চিত্রকার রাজ কানওয়ারা মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।