ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

আ’লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
আ’লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ আগস্ট ২০২০, শুক্রবার। ০৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৮৭৮- প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।

১৯১১- লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরি হয়ে যায়।

১৯১৫- ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৯- হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।

১৯৯১- লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

২০০৪- ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়।

হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। সামান্যের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। আহত হয়ে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন অনেকে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম নিন্দনীয় ঘটনা এটি।

জন্ম

১৯৮৬- বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

তার পুরো নাম উসাইন সেন্ট লিও বোল্ট। জামাইকায় জন্মগ্রহণকারী বোল্ট দৌড়ে পাঁচবার বিশ্বরেকর্ড ও তিনবার অলিম্পিকে স্বর্ণপদক লাভ করেন। ১০০ মিটার দৌড় ৯.৫৮ সেকেন্ডে এবং ২০০ মিটার দৌড় ১৯.১৯ সেকেন্ডে শেষ করে বিশ্বরেকর্ড গড়া বোল্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিদের কাছে পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব হিসেবে পরিচিত। ২০১৬ সালের রিও অলিম্পিকে নয়টি সোনা জয় করেন তিনি। তিনবার ২০০ মিটার স্প্রিন্ট জয়ী প্রথম অ্যাথলেট উসাইন বোল্ট ২০১৬ সালে অনুষ্ঠিত রিও ডি জেনিরো অলিম্পিকের পর অবসরের ঘোষণা দিলেও, ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবার ট্র্যাকে পদার্পণের ঘোষণা দেন। জীবনের শেষ ১০০ মিটারে তৃতীয় হন বোল্ট। আর ইনজুরিতে পড়ে অংশ নেওয়া হয়নি রিলেতে।

মৃত্যু

১৬১৩- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ।

১৬১৩- বাংলার শাসনকর্তা ইসলাম খাঁ।

১৯৪০- রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি।

১৯৪৩- সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।

২০১৭- জনপ্রিয় অভিনেতা নায়করাজ রাজ্জাক।

১৯৬৬ সালে ‘বেহুলা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই ছবিতে দর্শকনন্দিত হন কিংবদন্তি এ অভিনেতা। নায়করাজ রাজ্জাক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ‘কি যে করি’ ছবিতে অভিনয় করে। পাঁচবার তিনি জাতীয় সম্মাননা পান। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার পেয়েছেন অসংখ্যবার।

বর্তমান সময়ে চলচ্চিত্রে খুব কমই অভিনয় করছেন নায়করাজ রাজ্জাক। শুধু নায়ক হিসেবেই নয়, পরিচালক হিসেবেও বেশ সফল। ‘আয়না কাহিনী’ ছবিটি নির্মাণ করেন রাজ্জাক। নায়ক হিসেবে নায়করাজ প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ ছবিতে। এতে তাঁর বিপরীতে ছিলেন সুচন্দা।

‘অবুঝ মন’, ‘আলোর মিছিল’ ‘ছুটির ঘণ্টা’, ‘রংবাজ’, ‘বাবা কেন চাকর’, ‘নীল আকাশের নিচে’, ‘জীবন থেকে নেওয়া’ ‘পিচঢালা পথ’, ‘অশিক্ষিত’, ‘বড় ভালো লোক ছিল’সহ অসংখ্য ছবিতে অভিনয় করা রাজ্জাক সর্বশেষ অভিনয় করেছেন ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।