ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুলাই ১, ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০১ জুলাই ২০২০, বুধবার। ১৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৩৫- উইলিয়াম অ্যাডাম বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করে।
১৮৪৭- মার্কিন ডাক বিভাগের প্রথম ডাক টিকিট চালু হয়।
১৮৬২- কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৬২- মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩- আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়।
১৮৬৭- কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৭৯- অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৯২১- কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
১৯২১- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

ব্রিটিশ উপনিবেশবাদের সময় পূর্ববাংলার পশ্চাৎপদ মুসলিম জনগোষ্ঠীকে উচ্চশিক্ষায় আকৃষ্ট করতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক উদ্যোগ গৃহীত হয় ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। কিন্তু ১৯১৫ সালে নবাব সলিমুল্লাহের মৃত্যু ঘটলে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী শক্ত হাতে এই উদ্যোগের হাল ধরেন। এছাড়াও আবুল কাশেম ফজলুল হকের কথা উল্লেখযোগ্য।

১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৩টি আবাসিক হল, ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল। তখন বিশ্ববিদ্যাল ক্যাম্পাসের পরিধি ছিল ৬০০ একর জমি।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ৮৪টি বিভাগ, ১২টি ইনস্টিটিউট, ৫৪টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ও ৩টি হোস্টেল রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ হাজার এবং শিক্ষক সংখ্যা প্রায় দুই হাজার। বর্তমানে এর জমির পরিমাণ ২৭৫.০৮৩ একর।

১৯২৯- স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়।
১৯৪৭- ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।
১৯৬০- ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬২- আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
১৯৬৬- কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
১৯৬৭- কানাডা প্রতিষ্ঠিত হয়।
১৯৯৭- ব্রিটেন চীনের গুরুত্বপূর্ণ দ্বীপ জনপদ হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়।
২০০২- নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।

জন্ম
১৪৮১- দ্বিতীয় ক্রিটিয়ান, ডেনমার্কের রাজা।
১৫০৬- দ্বিতীয় লুইস, হাঙ্গেরির রাজা।
১৫৩৪- দ্বিতীয় ফ্রেডেরিক, ডেনমার্ক রাজা।
১৬৪৬- গটফ্রিড ভিলহেল্ম লাইবনিৎস, জার্মান দার্শনিক ও গণিতবিদ।
১৮০৪- জর্জ সান্ড, ফরাসি লেখক ও নাট্যকার।
১৮৭২- লুই ব্লেরিওট, ফরাসি পাইলট ও প্রকৌশলী।
১৮৭৯- লিওন জউহাউক্স, নোবেলজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।
১৮৮২-বিধান চন্দ্র রায়, বিখ্যাত বাঙালি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
১৮৯৯- চার্লস লাউগটোন, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও পরিচালক।
১৯০২- উইলিয়াম ওয়াইলার, ফরাসি বংশোদ্ভুত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯০৩- আবুল ফজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
১৯০৭- আতাউর রহমান খান, বিশিষ্ট রাজনীতিক ও পার্লামেন্টেরিয়ান।
১৯২৬- রবার্ট ফোগেল, নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।
১৯২৯- জেরাল্ড এডেলম্যান, নোবেলজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।
১৯৩০- ক্যারল চমস্কি, যুক্তরাষ্ট্রের ভাষাবিজ্ঞানী, শিক্ষা বিশেষজ্ঞ ও ভাষাবিজ্ঞানী ও মানবিক বক্তব্য প্রদানকারী রাজনীতিসচেতন লেখক নোয়াম চমস্কির সহধর্মিণী।
১৯৩২- এমএন আখতার, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।
১৯৪৮- ডলি আনোয়ার, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৬১-কার্ল লুইস, সাবেক মার্কিন ক্রীড়াবিদ।
১৯৬১- প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।
১৯৬৭- পামেলা অ্যান্ডারসন, কানাডিয়ান অভিনেত্রী।

মৃত্যু
১২৪২-চাগাতাই খান, মঙ্গোলীয় শাসক।
১৭৮৪- উইলহেম ফ্রিয়ডেমন ব্যাচ, জার্মান অর্গানবাদক ও সুরকার।
১৮৩৯- দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান।
১৯৬২- বিধান চন্দ্র রায়, বিখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী।
১৯৬২- ওয়ালি হ্যামন্ড, ইংরেজ ক্রিকেটার।
১৯৭১- উইলিয়াম লরেন্স ব্রাগ, তিনি ছিলেন নোবেলজয়ী অস্ট্রেলীয় ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯৭১- লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯৭৪- জুয়ান পেরন, আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
২০০১- নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ, নোবেলজয়ী রাশিয়ান পদার্থবিদ।
২০০৪- মার্লোন ব্রান্ডো, অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
২০০৪- ইংরেজ লেখক পিটার বার্নেস।
২০০৬- রয়ুটারো হাশিমটো, জাপানি রাজনীতিবিদ ও ৫৩তম প্রধানমন্ত্রী।
২০০৬- ফ্রেড ট্রুম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার।
২০১৫- নিকোলাস ওয়িন্টন, ইংরেজ লেফটেন্যান্ট ও মানবিক।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।