ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুন ২৫, ২০২০
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ জুন ২০২০, বৃহস্পতিবার। ১১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•  ১৯৩২- ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট খেলা শুরু হয়।
•  ১৯৪১- ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
•  ১৯৫০- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়।
•  ১৯৫১- প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।

জন্ম
১৯০০- মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী জর্জিয়া হেল।
১৯০৩- ব্রিটিশ সাহিত্যিক জর্জ অর্ওয়েল। অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের মতিহারিতে জন্ম হয়েছিল তার।
১৯৬৩- বুকারজয়ী কানাডিয়ান সাহিত্যিক ইয়ান মার্টেল।

মৃত্যু
১৮৪২- জেনেভায় জন্মগ্রহণকারী অর্থনীতিবিদ ও লেখক সিসমন্দি।
১৯৩৮- রুশ ভাষাবিজ্ঞানী নিকোলাই ত্রুবেৎস্কোয়।
১৯৬০- বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত।

১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতিবাগানে জন্ম। তাকে বাংলা কবিতায় ‘ধ্রুপদী রীতির প্রবর্তক’ বলা হয়। ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম।

২০০৯- মার্কিন সংগীত শিল্পী মাইকেল জ্যাকসন।

জ্যাকসন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম। বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে জ্যাকসনের গাওয়া যে পাঁচটি সংগীত অ্যালবাম রয়েছে সেগুলো হলো- অব দ্য ওয়াল (১৯৭৯), থ্রিলার (১৯৮২), ব্যাড (১৯৮৭), ডেনজারাস (১৯৯১) এবং হিস্টোরি (১৯৯৫)। সংগীত, নৃত্য এবং ফ্যাশন জগতসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও অধিককাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন এই পপ সম্রাট।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুন ২৫, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।