ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ঘরে থাকতে-দূরত্ব বজায় রাখতে চাচ্ছে না মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
ঘরে থাকতে-দূরত্ব বজায় রাখতে চাচ্ছে না মানুষ

করোনা সঙ্কটে কাঁপছে পুরো বিশ্ব। চীনের পর ইউরোপ-আমেরিকা হয়ে উঠেছে মৃত্যুপুরী। আমাদের দেশেও হানা দিয়েছে এ ভাইরাস। এ পর্যন্ত মোট ৬১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। মারা গেছেন ৬ জন।  সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। করোনা ভাইরাস যেহেতু ব্যক্তির সংস্পর্শে ছড়িয়ে পড়ে তাই সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। সে কারণে দেশে ১৭ দিনের ছুটি চলছে।

এই ছুটির মূল উদ্দেশ্যই হলো কোয়ারেন্টিন বা সঙ্গনিরোধ। এই প্রক্রিয়া ছাড়া করোনা মহামারি ঠেকানোর আপাতত কোনো উপায় নেই।

 

কিন্তু মানুষ যেন ঘরে থাকতেই চাচ্ছে না। আবার যারা ঘরে থাকছেন, তারাও মাঝে মধেই দলবদ্ধ হয়ে বিভিন্ন কাজ কর্ম খেলা বা আড্ডায় মেতে উঠছেন।  

আবার কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মানুষ ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না।  

বৃহস্পতিবার নগরীর খিলগাঁও, মালিবাগ, মগবাজার, মৌচাক এলাকা ঘুরে তেন কিছু ছবি তুলেছেন আমাদের আলোকচিত্রি শোয়েব মিথুন।  

খিলগাঁও ফ্লাইওভারে সন্তানদের নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন এক বাবা। খিলগাঁও ফ্লাইওভারে সন্তানদের নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন এক বাবা।

সামাজিক দূরত্ব বজায় না রেখে গুলবাগে আড্ডায় মেতেছেন কয়েকজন যুবক। সামাজিক দূরত্ব বজায় না রেখে গুলবাগে আড্ডায় মেতেছেন কয়েকজন যুবক।  

খিলগাঁও ফ্লাইওভারে তিন যুবকের সন্দেহজনক অবস্থান। খিলগাঁও ফ্লাইওভারে তিন যুবকের সন্দেহজনক অবস্থান।

খিলগাঁও রেলগেটে বস্তির শিশুদের জটলা খিলগাঁও রেলগেটে বস্তির শিশুদের জটলা 

মগবাজার ফ্লাইওভার একেবারেই ফাঁকামগবাজার ফ্লাইওভার একেবারেই ফাঁকা

মৌচাক ফ্লাইওভারের নিচেও খাঁ খাঁ মৌচাক ফ্লাইওভারের নিচেও খাঁ খাঁ 

একই ভবনের বাসিন্দা তরুণ যুবকরা ছাদে আড্ডা দিচ্ছেন, ঘুড়ি ওড়াচ্ছেন। একই ভবনের বাসিন্দা তরুণ যুবকরা ছাদে আড্ডা দিচ্ছেন, ঘুড়ি ওড়াচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।