ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ঐতিহাসিক ছয় দফা আন্দোলন শুরু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জুন ৭, ২০১৯
ঐতিহাসিক ছয় দফা আন্দোলন শুরু ছবি:সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৭ জুন, ২০১৯, শুক্রবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫৫৭- ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইংল্যান্ড।
১৯০৫- সুইডেনের কাছ থেকে নরওয়ের স্বাধীনতা লাভ।
১৯৬৬- ঐতিহাসিক ছয় দফা দিবস।
ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। দিনটি বাংলার স্বাধিকার আন্দোলনকে নতুন পর্যায়ে উন্নীত করে। আর এ ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।  

জন্ম
১৮৪৮- প্রখ্যাত ফরাসি চিত্রকর পল গ্যগাঁ।
১৮৭১- ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ।
১৯৫২- নোবেলজয়ী তুরস্কের সাহিত্যিক ওরহান পামুক।
১৯৭০- ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় কাফু।
১৯৭২- চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

মৃত্যু
১৮২৬- জার্মান আলোকবিজ্ঞানী ইয়োসেফ ফন ফ্রাউনহোফার।
১৯৫৪- ব্রিটিশ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টো বিশেষজ্ঞ অ্যালান টুরিং।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।