ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি হুমায়ুন কবিরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জুন ৬, ২০১৯
কবি হুমায়ুন কবিরের জন্ম কবি হুমায়ুন কবির

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৬ জুন, ২০১৯, বৃহস্পতিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬৫৪- সুইডেনের রানি ক্রিস্টিনার রাজসিংহাসন ত্যাগ।
১৬৬০- সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান।
১৭৫২- একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মস্কোর ১৮ হাজার ঘরবাড়িসহ প্রায় এক-তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায়।
১৮০১- স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষর।
১৮০৮- নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।
১৮৮২- আরব সাগরে উত্থিত সাইক্লোনের আঘাতে মুম্বাই শহরে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।
১৮৮৪- ভারতের সেনাবাহিনী সেদেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।
১৯১৯- সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
১৯৬৪- ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ। কামুজাবান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত।
১৯৭২- রোডেশিয়ায় কয়লাখনি বিস্ফোরণে ৪৩১ জন নিহত।
১৯৭৫- বাংলাদেশে সব বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা।
১৯৮২- দখলদার ইসরায়েলি বাহিনী আবারও লেবাননে হামলা চালায়।
১৯৮৯- সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত।
১৯৯১- ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।
১৯৯৩- সাইবেরিয়ায় ৪৬০ শরণার্থীকে গণহত্যা, যাদের অধিকাংশই নারী ও শিশু।
১৯৯৪- কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এক হাজার মানুষ নিহত।

জন্ম
১৮৭৫- নোবেলজয়ী সাহিত্যিক টমান মান।
১৯০১- আধুনিক ইন্দোনেশিয়ার স্থপতি ড. আহমদ সুকর্নো।
১৯১১- ভারতীয় বাঙালি লেখক নীহাররঞ্জন গুপ্ত।
১৯৩৫- নোবেলজয়ী তিব্বতের ধর্মগুরু দালাই লামা।
৮৩ বছর বয়সী দালাই লামা ৬০ বছর আগে চীনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, যা ব্যর্থ হয়। এরপরই তিনি ভারতে পালিয়ে আসেন। ১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চীন। এরপর দালাই লামাকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ উল্লেখ করে দেশটি। শান্তিতে নোবেলজয়ী এই ধর্মীয় নেতা ছিলেন একজন সক্রিয় বক্তা। কিন্তু ভারতে চলে আসার পর তিনি সব সময় বাড়িতেই থাকেন। কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমনিতে ম্যাকলয়েড গঞ্জে তার বসবাস।

মৃত্যু
১৭৫৫- ফরাসি লেখক লুই সেন সিমুন।
১৮৩২- ব্রিটিশ দার্শনিক জেরেমি বেনথাম।
১৮৬৭- কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত।
১৯১৯- শিক্ষাবিদ ও প্রাবন্ধিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।
১৯৭২- কবি হুমায়ুন কবির।
২০১৪- বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।