ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মে ২৮, ২০১৯
শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৮ মে ২০১৯, মঙ্গলবার। ১৪ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৫৭- মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা দেয় ব্রিটিশরা।
•    ১৮০৪- নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন।
•    ১৯১৮- আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
•    ১৯১৯- ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত।
•    ১৯৪০- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে।
•    ১৯৫২- গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয়।
•    ১৯৬৪- নয়াদিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পণ্ডিত জওহরলাল নেহরুর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়।
•    ১৯৬৪- ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও গঠিত হয়।
•    ১৯৯৫- রাশিয়ার নেস্তেগস্কর শহরে শক্তিশালী ভূমিকম্পে দুই হাজার লোকের প্রাণহানি।
•    ১৯৯৬- ভারতে বাজপেয়ী সরকারের পতন। দেবগৌড়া প্রধানমন্ত্রী নির্বাচিত।
•    ১৯৯৮- পাকিস্তান পাঁচটি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে।

জন্ম
•    ১৭৭৯- আইরিশ কবি টমাস মুর।
•    ১৯০৭- ঔপন্যাসিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেন।
•    ১৯১২- নোবেলজয়ী জার্মান লেখক পেট্রিক হোয়াইট।
•    ১৯৩০- মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক।

মৃত্যু
•    ১৯৩৭- অস্ট্রীয় মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার।
•    ১৯৭৬- শিল্পাচার্য জয়নুল আবেদিন।
•    তিনি বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু বিবেচিত। বিশ্বের প্রাচীনতম ও সর্ববৃহৎ ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বনহামসে তার স্কেচ বিক্রি হয়। তিনি ১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলাল-ই-ইমতিয়াজ, ১৯৬৮ সালে ঢাকা আর্ট কলেজের ছাত্রদের পক্ষ থেকে ‘শিল্পার্চায’ উপাধি এবং ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় অধ্যাপকের সম্মান লাভ করেন।
•    ১৯৯৪- সাহিত্যিক ও রাজনীতিক আসহাব উদ্দীন।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, মে ২৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।