ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ঔপন্যাসিক গ্যাব্রিয়েল মার্কেজের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
ঔপন্যাসিক গ্যাব্রিয়েল মার্কেজের জন্ম গ্যাব্রিয়েল মার্কেজ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৬ এপ্রিল ২০১৯, শনিবার। ২৩ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৭৪- রোমান সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৭৫-রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৯-নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন।
১৯০২- ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
১৯৩০-লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
১৯৪৪-মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
১৯৫৬-মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
১৯৫৭-ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে ঘানা স্বাধীনতা লাভ করে।
১৯৯৯- যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিস্ফোরণ হয়, এতে ১০জন নিহত হয় জন এবং আহত হন দু’শতাধিক নারী-পুরুষ।

জন্ম
১৪৭৫- মিকেলেঞ্জেলো, তিনি ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি।
১৫০৮-নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন। তিনি ছিলেন দ্বিতীয় মুঘল সম্ৰাট।
১৮১২- কবি-সম্পাদক ঈশ্বর গুপ্ত।
১৯২৮- কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।
১৯৪৬-ডেভিড জন গিলমোর, তিনি ইংরেজ গায়ক, গীতিকার।
১৯৮৭-কেভিন-প্রিন্স বোয়াটেং, তিনি ঘানার বংশোদ্ভূত জার্মান ফুটবলার।

মৃত্যু
১৮৮৮- লুইসা মে আল্কট, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও কবি।
১৯০০-জার্মান আবিষ্কারক জি. ডায়মলার ৬৪ বছর বয়সে মারা যান।
১৯০০- ইংরেজ রসায়নবিদ জন ডালটন।
১৯৭১ সালের মার্কিন ঔপন্যাসিক পার্ল এস বাক।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।