ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

‘বঙ্গবন্ধু’ উপাধি পান শেখ মুজিবুর রহমান

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
‘বঙ্গবন্ধু’ উপাধি পান শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার। ১১ ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
৫৩২- বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলে নতুন অর্থোডক্স খ্রিস্টান ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন।
১৮৫৪- অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
১৯৪৭- দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (ISO) প্রতিষ্ঠিত হয়।
১৯৬৬- সিরিয়ার অভ্যুত্থানে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন বাথপন্থি সরকার অপসারিত হয়।
১৯৬৯- ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান।

কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

১৯৯৯- কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওজালান আঙ্কারায় রাষ্ট্রোদ্রোহে অভিযুক্ত হন।

জন্ম
১৪৪৩- ম্যাথিয়াস কোরভিনাস, হাঙ্গেরির রাজা।
১৮৪০- কার্ল মেনগের, অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।
১৮৮৯- ভিক্টর ফ্লেমিং, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৮৯৯- এরিক কাস্টনার, জার্মান লেখক ও কবি।
১৯৫৯- ক্লেটন এন্ডারসন, মার্কিন প্রকৌশলী ও জ্যোতির্বিজ্ঞানী।
১৯৬০- অ্যালেন গ্রিফিন, অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ।
১৯৯৪- ডাকোটা ফেনিং, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু
৭১৫- প্রথম আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা।
১৮৪৮- জন কুইন্সি এডাম্‌স, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি।
১৮৫৫- কার্ল ফ্রিড্‌রিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী।
১৯৪৫- আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তল্‌স্তোয়, রুশ লেখক।
১৯৪৭- হাকিম হাবিবুর রহমান, বিশিষ্ট বাঙালি চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।
১৯৬৯- মধুবালা, ভারতীয় অভিনেত্রী।
২০০১- রবার্ট এনরিকো, ফরাসি পরিচালক ও চিত্রনাট্য লেখক।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।