ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ক্যালিফোর্নিয়ায় মিললো বিলুপ্ত প্রজাতির তিমির ফসিল

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ক্যালিফোর্নিয়ায় মিললো বিলুপ্ত প্রজাতির তিমির ফসিল বিলুপ্ত প্রজাতির তিমির ফসিল

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় একটি সাত টন ওজনের ফসিলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে এটি একটি বিলুপ্ত প্রজাতি তিমির যা প্রায় ৪০ থেকে ৭০ লাখ বছর আগে পৃথিবীতে বসবাস করতো।

ক্যালিফোর্নিয়ার সান হুয়ান ক্যাপিস্টানোর একটি বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ এলাকায় খনন কাজ চালানোর সময় ফসিলটি নজরে আসে। জীবাশ্মবিদদের মতে, এ তিমি প্রজাতিটি মায়োসিন যুগের শেষ ভাগ থেকে প্লায়োসিন যুগের শুরু পর্যন্ত টিকে ছিল।

অরেঞ্জ কাউন্টি ওয়েস্ট অ্যান্ড রিসাইক্লিংয়ের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, খনন কাজ চালিয়ে অনেকরকম হাড়গোড় পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে মাথার খুলি, নিচের চোয়াল, নাসিকা, পাঁজর ও ডানা।

গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) হাড়গুলোকে গবেষণার জন্য অরেঞ্জ পার্কের জন ডি কুপার সেন্টারে নেওয়া হয়।  

গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কার তিমির বংশগতি সম্পর্কে বিস্তারিত জানাবে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।