ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

পাবলো নেরুদার জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
পাবলো নেরুদার জন্ম পাবলো নেরুদা

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার। ২৮ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১১০৯ - ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।
১২৩৩ - ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।
১৪৪২ - আলফনসো নেপলসের রাজা হন।
১৫৭৬ - হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
১৬৭৪ - শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
১৯২০ - কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯৯৮ - ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় এবং ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে ফ্রান্স।  

জন্ম
১৮৬৩ - আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ।
১৯০৪ - পাবলো নেরুদা, চিলির নোবেলজয়ী কবি। ১৯০৪ সালের ১২ জুলাই জন্ম। নেরুদার সাহিত্যকর্মে বিভিন্ন প্রকাশ শৈলী ও ধারার সমাবেশ ঘটেছে। রচনা করেছেন পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, এমনকি প্রকাশ্য রাজনৈতিক ইস্তেহারও। ১৯৭১ সালে নেরুদাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। একসময় চিলিয়ান কমিউনিস্ট পার্টির সিনেটর হিসেবেও দায়িত্ব সামলেছেন। ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর প্রয়াণ।
১৯১৩ - উইলিস ইউগেন ল্যাম্বে, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
১৯৩৭ - লিওনেল জস্পাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী।
১৯৬৫ - সঞ্জয় মঞ্জরেকর, ভারতীয় ক্রিকেটার।
১৯৭৮ - টোফার গ্রেস, মার্কিন অভিনেতা।

মৃত্যু
১৮০৪ - আলেকজান্ডার হ্যামিলটন, মার্কিন রাজনীতিক।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।