ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সাহিত্যিক ক্রিশ্চিয়ান এন্ডারসনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
সাহিত্যিক ক্রিশ্চিয়ান এন্ডারসনের জন্ম ক্রিশ্চিয়ান এন্ডারসন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।


 
০২ এপ্রিল ২০১৮, সোমবার। ১৮ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮২৭ - জোসেপ ডিক্সন প্রথম লিড পেন্সিল তৈরি করেন।  
•    ১৮৫১ - রামা (সপ্তম) থাইল্যান্ডের রাজা হন।
•    ১৯১৭ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্র উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
•    ১৯৪১ - মরু শিয়াল হিসেবে খ্যাতিমান জার্মানির বিখ্যাত লেফটেন্যান্ট জেনারেল এডউইন রোমেল লিবিয়া পুনর্দখলের অভিযান শুরু করেন।
•    ১৯৬৩ - মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
•    ১৯৮২ - আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপ দখল করে।

জন্ম 
•    ১৮০৫ - হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ড্যানিশ লেখক ও কবি। ১৮০৫ সালের ২ এপ্রিল ডেনমার্কের ওডেন্সে জন্মগ্রহণ করেন তিনি। শিশুসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত এন্ডারসন। অসাধারণ সব রূপকথা লেখার জন্য তাকে ‘রূপকথার জাদুকর’ নামে অভিহিত করা হয়। এন্ডারসনের রূপকথার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। তার বিভিন্ন গল্প ১২৫টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। তার সবচেয়ে বিখ্যাত রূপকথাসমূহ হল ‘দ্য এমপেরর্স নিউ ক্লদস’, ‘দ্য লিটল মারমেইড’, ‘দ্য নাইটিংগেল’, ‘দ্য স্নো কুইন’, ‘দ্য আগলি ডাকলিং’ ও ‘থাম্বেলিনা’। ১৮৭৫ সালের ৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
•    ১৮৪০ - এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক।
•    ১৮৬২ - নিকোলাস মরি বাটলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন দার্শনিক ও শিক্ষাবিদ।
•    ১৮৯৮ - হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বাঙালি কবি, নাট্যকার ও অভিনেতা।
•    ১৯২৭ - পুশকাস, হাঙ্গেরিয়ান ফুটবল খেলোয়াড়।
•    ১৯৪১ - ববি মুর, ব্রিটিশ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
•    ১৮১৭ - জহান হাইনরিশ জং, জার্মান লেখক।
•    ১৯১৪ - পল হেইসা, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক।
•    ১৯২৮ - থিওডোর উইলিয়াম রিচার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ।
•    ১৯৫৮ - জসেই টডা, জাপানি শিক্ষক ও সমাজকর্মী।
•    ১৯৬৫ - অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।
•    ১৯৮৬ - সৈয়দ মোহাম্মদ হোসেন, বাংলাদেশি আইনজীবী ও বিচারপতি।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এনএইচটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।