ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নৃশংসতম ‘অপারেশন সার্চলাইট’ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
নৃশংসতম ‘অপারেশন সার্চলাইট’ শুরু  নৃশংসতম ‘অপারেশন সার্চলাইট’ শুরু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ মার্চ ২০১৮, রোববার। ১০ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৭০ - পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানি প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন।
•    ১৬৩৪ - মেরিল্যান্ডে প্রথম বসতি স্থাপনকারীদের আগমন ঘটে।
•    ১৮০৭ - ব্রিটিশ পার্লামেন্ট দাসপ্রথা বিলোপ করে।
•    ১৮৬২ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
•    ১৮৯৫ - ইতালিয়ান বাহিনী আবিসিনিয়া (ইথিওপিয়া) দখল করে নেয়।
•    ১৯৬১ - ব্রিটিশদের কাছ থেকে কুয়েত স্বাধীনতা লাভ করে।
•    ১৯৭১ - পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকাসহ সারাদেশে বাঙালিদের ওপর পূর্বপরিকল্পিত গণহত্যা শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। এ গণহত্যাযজ্ঞের নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’। গণহত্যার মাধ্যমে ১৯৭১ সালের মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী। অপারেশনটির মূল উদ্দেশ্য ছিল ২৬ মার্চের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সবগুলো বড় শহর দখল করে নেওয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের মধ্যে নিশ্চিহ্ন করে ফেলা। পাকিস্তানি সৈন্যরা ২৫ মার্চ রাত সাড়ে ১১টায় সেনানিবাস থেকে বেরিয়ে ফার্মগেটে মিছিলরত বাঙালিদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে অপারেশন সার্চলাইটের সূচনা ঘটায়। এরপর পরিকল্পনা মোতাবেক একযোগে পিলখানা, রাজারবাগে আক্রমণ চালায়। রাত দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ইকবাল হল, জগন্নাথ হল, রোকেয়া হলসহ শিক্ষকদের আবাসিক এলাকায় আক্রমণ চালিয়ে বহু ছাত্র-শিক্ষককে হত্যা করে। একই পরিকল্পনায় পুরান ঢাকা, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান প্রভৃতি স্থানে আক্রমণ চালায়। এ গণহত্যা বাঙালিদের ক্রুদ্ধ করে তোলে। ফলে পাকিস্তান সামরিক বাহিনীতে কর্মরত বাঙালি সেনারা বিদ্রোহ ঘোষণা করেন। শুরু হয় বাঙালি জাতির স্বাধীনতাযুদ্ধ। এরপর দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে স্বাধীন জাতি হিসেবে বিজয় লাভ করে বাঙালি, প্রতিষ্ঠিত হয় নতুন দেশ বাংলাদেশ।
•    ১৯৮৬ –বিশ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা ফিলিপাইনের শাসক মার্কোস গণঅভ্যুত্থানে পদচ্যুত হন।

জন্ম
•    ১৯১৪ - নরম্যান বোরল্যাগ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মার্কিন কৃষি বিজ্ঞানী।
•    ১৯২০ - পল স্কট, ব্রিটিশ ঔপন্যাসিক।
•    ১৯৪৭ - স্যার এলটন জন, ব্রিটিশ গায়ক, গীতিকার ও পিয়ানো বাদক।
•    ১৯৬৫ - সারাহ জেসিকা পার্কার, মার্কিন অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

মৃত্যু
•    ১৫৮৬ – বীরবল, সম্রাট আকবরের সভাকবি।
•    ১৭৫৪ - উইলিয়াম হ্যামিলটন, ব্রিটিশ কবি।
•    ১৮০১ - নোভালিশ, জার্মান কবি ও লেখক।
•    ১৯১৪ - ফ্রেডেরিক মিস্ত্রাল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এনএইচটি/এইচএ/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।