ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কোপারনিকাসের জন্ম, পঙ্কজ কুমারের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
কোপারনিকাসের জন্ম, পঙ্কজ কুমারের প্রয়াণ ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার। ৭ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা:
১৮০৩ - সুইজারল্যান্ডে মধ্যস্থতা আইন পাস হয় (যে আইনে ক্যান্টনস আবার স্বাধীনতা অর্জন করে)।
১৮৫৫ - লিভারপুলে খাদ্য দাঙ্গা শুরু হয়।
১৮৬১ - রাশিয়া থেকে ভূমিদাসত্ব বিলুপ্ত করা হয়।
১৯০৪ - ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকায় কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯২৪ - জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষরিত হয়।
১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে জাপানের প্রথম প্লেন হামলা হয় এতে ২৪৩ জন নিহত, ২৩টি প্লেন বিধ্বস্ত ও ৮টি জাহাজডুবি হয়।
১৯৬৩ - সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়।
১৯৭৪ - বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত হয়।

জন্ম:
১৪৭৩ - নিকোলাস কোপারনিকাস, বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি একাধারে গনিতবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিদ, আধুনিক পণ্ডিতবিদ, অনুবাদক, গভর্নর কূটনীতিক এবং অর্থনীতিবিদ ছিলান। তিনি এই মহাবিশ্বের একটি মডেল তৈরি করেছিলেন। যেখানে তিনি পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। ১৫১৭ সালে তিনি অর্থের একটি পরিমাণ তত্ত্ব বের করেন যাকে অর্থনীতির প্রধান ধারণা বলা যায়। এছাড়াও ১৫১৯ সালে তিনি অর্থনীতির একটি সূত্র দেন, যা পরবর্তীতে গ্রিসমের সূত্র নামে পরিচিত হয়। ১৫৪২ সালের শেষের দিকে কোপারনিকাস হঠাৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হন এবং ১৫৪৩ সালের ২৪ মে ৭০ বছর বয়সে মারা যান।
১৭৩২ - রিচার্ড কাম্বারল্যান্ড, ব্রিটিশ নাট্যকার।
১৮৩৩ - এলি দ্যুকম্যুন, নোবেল পুরস্কার বিজয়ী সুইস সাংবাদিক।
১৮৪৩ - আদেলিনা পাত্তি, স্প্যানিশ অপেরা গায়ক।
১৮৫৯ - সভান্টে অগস্ট আরেনিউস, নোবেল পুরস্কার জয়ী সুইডিশ রসায়নবিদ।
১৮৭৭ - গাবরিয়েলে মুন্তের, জার্মান চিত্রকর।
১৯৬৩ - লাউরেল কে হ্যামিলটন, মার্কিন লেখক।

মৃত্যু:
১৮৮৭ - মালতাতুলি, ডাচ লেখক।
১৯৪৭ - স্যার আজিজুল হক, বাংলাদেশি সমাজসেবক।
১৯৫১ - আন্দ্রে জিঁদ, ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক।
১৯৫২ - কনুট হামসুন, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান লেখক।
১৯৭৮ - পঙ্কজ কুমার মল্লিক, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম যুগের একজন মুখ্য সঙ্গীত পরিচালক ও নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন। রবীন্দ্রসঙ্গীতেও তিনি বিশেষ অবদান রেখেছিলেন। ১৯৭০ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ১৯৭২ সালে তিনি ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।