ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

আবদুল জব্বার খানের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আবদুল জব্বার খানের প্রয়াণ আবদুল জব্বার খান

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৮ ডিসেম্বর, ২০১৭, বুধবার। ১৪ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৮৩৬ - সাউথ অস্ট্রেলিয়া ও এডিলেড প্রতিষ্ঠিত হয়।
১৮৮৫ - মুম্বাইয়ে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন।
১৯০৮ – সিসিলি ও ইতালিতে ৭.২ মাত্রার ভূমিকম্পে ৭৫ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়।
১৯২১ - কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্বোধন।
১৯৮৪ - ত্রিশটি সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
 
জন্ম
১৮৫৬ - উড্রো উইল্‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
১৯০৩ - জন ভন নিউম্যান, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ।
১৯৩৭ - রতন টাটা, ভারতীয় শিল্পপতি। তিনি ভারতের সবচেয়ে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।
১৯৩৯ - রিজিয়া রহমান, স্বাধীনতা উত্তরকালের বাংলাদেশের একজন খ্যতনামা নারী ঔপন্যাসিক। উপন্যাসে অবদানের জন্য তিনি ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
১৯৪৪ - ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবন-রসায়নবিজ্ঞানী।
 
মৃত্যু
১৯৩২ - জ্যাক ব্ল্যাকহাম, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৫৯ - লর্ড ম্যাকলে, ব্রিটিশ ঐতিহাসিক।
১৯৯৩ - আব্দুল জব্বার খান, বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। ১৯১৬ সালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তার জন্ম। তিনি বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশে’র পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার। তার পরিচালিত চলচ্চিত্রগুলো হলো- ‘জোয়ার এলো’ (১৯৬২), উর্দুতে ‘নাচ ঘর’ (১৯৬৩), ‘বনসারি’ (১৯৬৮), ‘কাচঁ কাটা হীরা’ (১৯৭০), ‘খেলারাম’ (১৯৭৩)। এছাড়াও তিনি বেশ কিছু মঞ্চ-নাটক রচনা করেন। আব্দুল জব্বার খান ১৯৯৩ সালের ২৮ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নিজের বাসায় মৃতুবরণ করেন।
২০০৪ - সুসান সনট্যাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
২০১১ - রাজিয়া খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। লেখালেখি ছাড়াও তিনি দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।