ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসনের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসনের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৯ নভেম্বর, ২০১৭, বুধবার। ১৫ অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৫৯৬ - রাজা দ্বিতীয় ফিলিপ (মাসেডনের রাজা) সেদেশের মুদ্রা অবমূল্যায়িত করেন।
১৭৭৫ - স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
১৭৯২ - মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
১৮৩৯ - গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।
১৮৯৭ - ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।
১৯১০ - ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।
১৯১৩ - যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।
১৯১৮ - লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।
১৯৩২ - সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।
১৯৪৪ - আলবেনিয়া নাৎসির কবল থেকে মুক্ত হয়।
১৯৪৭ - পাশ্চাত্য ও ইহুদিবাদীদের প্রভাবাধীন জাতিসংঘের সাধারণ পরিষদ, ফিলিস্তিন ভূখণ্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।
১৯৮৮ - প্রলংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।
১৯৯৪ - নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
১৯৯৬- সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৪ - বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

জন্ম
১৪২৭- ঝেংটংয়ে, চীনের রাজা।
১৮৭৪ - অ্যাগাস মোনেশ, পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ।  
১৮৯৪ - বোরিস পিলনিয়াক, রুশ ঔপন্যাসিক।
১৯৩২ - জ্যাক শিরাক, ফ্রান্সের রাষ্ট্রপতি।
১৯৩৬ - লু যুয়ান তেশ, রসায়নে নোবেলজয়ী [১৯৮৬] মার্কিন বিজ্ঞানী।
১৯৭৩ - রায়ান গিগস, ওয়েলসের একজন ফুটবলার।

মৃত্যু
১০৫৮ - চতুর্থ ফিলিপ, ফ্রান্সের রাজা।
১৬৪৩ - ক্লাওদিও মোন্তেভেরদ, ইতালির বিখ্যাত সঙ্গীতজ্ঞ।  
১৮১২ - হাজী মুহাম্মদ মহসীন, শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর।
১৯৪৯ - কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, রস-সাহিত্যিক।
১৯৮৭ - মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ।
১৯৯৩ - জি আর ডি টাটা, ভারতের অগ্রগণ্য শিল্পপতি।

২০০১ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি তার জন্ম। বিখ্যাত ব্যান্ডদল ‘দ্য বিটল্‌স’র চার সদস্যের একজন হিসেবেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ব্রিটিশ এই শিল্পী একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় শরণার্থীদের সাহায্যার্থে ভারতীয় সংগীতজ্ঞ পণ্ডিত রবি শংকরের অনুরোধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একটি কনসার্ট করেন। ১ আগস্ট ‘কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক এ সংগীতানুষ্ঠান থেকে সংগৃহীত ২ লাখ ৫০ হাজার ডলার বাংলাদেশের শরণার্থীদের জন্য দেওয়া হয়েছিল। লিড গিটারিস্ট হলেও বিটলসের প্রতিটি অ্যালবামেই জর্জ হ্যারিসনের নিজের লিখা ও সুর দেওয়া একক গানও থাকতো। এরমধ্যে জনপ্রিয় ছিল- ‘ইফ আই নিডেড সামওয়ান’, ‘ট্যাক্সম্যান, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস্’, ‘হেয়ার কামস্ দ্য সান’ এবং ‘সামথিং’। ২০০১ সালে ২৯ নভেম্বর হ্যরিসন ৫৮ বছর বয়সে মেটাস্টাটিক নন-স্মল সেল লাং ক্যন্সারে মারা যান।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।