ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

চলন্ত অবস্থায় ফোন ব্যবহারে নিষেধাজ্ঞায় তোয়াক্কা নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
চলন্ত অবস্থায় ফোন ব্যবহারে নিষেধাজ্ঞায় তোয়াক্কা নেই চলন্ত অবস্থায় ফোন ব্যবহারে নিষেধাজ্ঞায় তোয়াক্কা নেই-ছবি: সুমন শেখ

ঢাকা: এই প্রজন্মে যোগাযোগের ক্ষেত্রে মোবাইলফোন অপরিহার্য যন্ত্র।

কিন্তু কোনো কোনো সময় এই অপরিহার্যতা জীবনকেও ফেলে দেয় ঝুঁকিতে, সেটা একেবারেই অসচেতনতার কারণে। যেমন সড়কে যাতায়াতের ক্ষেত্রে মোবাইলফোন ব্যবহার।

.বাস-ট্রাক-মাইক্রোবাস-অটোরিকশা-মোটরসাইকেল চালকদের চলন্ত অবস্থায় মোবাইলফোন ব্যবহার করতে মানা থাকলেও সে আইনের তোয়াক্কা নেই কারও। . আজকাল আবার রাস্তা পারাপারের সময়ও কানে স্মার্টফোন ধরে রাখাটা ফ্যাশনের মতো দাঁড়িয়েছে। কাউকে কাউকে আবার হেডফোন অথবা ব্লুটুথ কানে লাগিয়ে গানে মজে ব্যস্ত রাস্তা পার হতেও দেখা যায়। .রাজধানীর গুলিস্তানে গাড়ি চালানোর সময় এক চালককে মগ্ন দেখা যায় মোবাইলফোন টিপতে। .ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার সড়ক দিয়ে দ্রুতগতিতে স্কেটিং করে যাচ্ছিলেন ক’জন। দেখা গেল তারাও মগ্ন মোবাইলফোনে আলাপে। কে বলবে তাদের আশপাশে সমানে ছুটছে যানবাহনও? যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা!

সংশ্লিষ্টরা বলেন, মোবাইলফোন অপরিহার্য হলেও সবকিছুর চেয়ে জীবনেরই মূল্যই সর্বোর্ধ্বে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।