ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

বাংলাদেশে প্রথম জনশুমারি ও রাজধানী দিল্লির পথচলা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বাংলাদেশে প্রথম জনশুমারি ও রাজধানী দিল্লির পথচলা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১০ ফেব্রুয়ারি, ২০১৭, শুক্রবার। ২৭ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৯১ - সম্রাট আওরঙ্গজেবের ফরমান অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের সুবিধা লাভ করে।
•    ১৭৬৩ - প্যারিস চুক্তির ফলে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, প্রুশিয়া, অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে সাত বছরব্যাপী যুদ্ধের অবসান হয়।
•    ১৯৩১ - ভারতের রাজধানী হিসেবে নতুন দিল্লির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
•    ১৯৪৪ - ব্রিটেনে আয় অনুসারে আয়কর দেওয়ার নিয়ম প্রবর্তিত হয়।
•    ১৯৬৯ - মক্কার প্রধান মসজিদ প্রথমবারের মতো বন্যায় জলমগ্ন হয়।
•    ১৯৭৪ - স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি শুরু।

ব্যক্তি
•    ১৮৩৭ - রুশ সাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের প্রয়াণ।
•    ১৮৪৭ -  বাংলা সাহিত্যের শক্তিমান কবি নবীনচন্দ্র সেনের জন্ম।
•    ১৮৯০ - নোবেলজয়ী রুশ কথাসাহিত্যিক বোরিস পাস্তারনাকের জন্ম।
•    ১৮৯৮ - জার্মান নাট্যকার বের্টেল্ট ব্রেখটের জন্ম।
•    ১৯৭৪ - মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী (নরেন্দ্রনাথ) সান্যালের প্রয়াণ।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।