ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

টেলি সামাদ ও স্টিফেন হকিংয়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
টেলি সামাদ ও স্টিফেন হকিংয়ের জন্ম টেলি সামাদ ও স্টিফেন হকিং

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে।

সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
০৮ ফেব্রুয়ারি, ২০১৭, বুধবার। ২৫ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৫৪- ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
•    ১৬৭৯-ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।
•    ১৭৮০- ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০ হাজার মানুষ নিহত হন।
•    ১৮০৬-ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে।
•    ১৮৬৭- আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।
•    ১৯১৮- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
•    ১৯৬৩ সালের এই দিনে প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারি অব আর্টে প্রদর্শন।
•    ১৯৭২ - পাকিস্তানের কারগার থেকে বাঙালি নেতা শেখ মুজিবকে মুক্তি দান, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।

জন্ম
•    ১৯০৯ - আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক।
•    ১৯৩৫-কিংবদন্তিতুল্য মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী এল্‌ভিস প্রিস্‌লি জন্ম।  
•    ১৯৪২- স্টিফেন হকিং, ইংরেজ পদার্থবিদ।
•    ১৯৪২ - জুনিচিরো কোইযুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।
•    ১৯৪২- পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং।
•    ১৯৪৫-বাংলাদেশি অভিনেতা টেলি সামাদ।

মৃত্যু
•    ১৩২৪- ইটালির নৌ-পরিব্রাজক মার্কোপোলো।
•    ১৬৪২- পদার্থবিদ, জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ গ্যালিলিও।
•    ১৮৮৪- সমাজ সংস্কারক ও ব্রাহ্মসমাজের নেতা কেশবচন্দ্র সেন।
•    ১৮৮৫- ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ রাধাগোবিন্দ বসাক।
•    ১৮৯৫-ফরাসি কবি পল ভেরলেন।
•    ১৯৩৪ - আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
•    ১৯৪১-স্কাউট আন্দোলনের পুরোধা রবার্ট ব্যাডেন পাওয়েল মৃত্যুবরণ করেন।
•    ১৯৫০ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী।
১৯৮৫-পুরাতত্ত্ববিদ দীনেশচন্দ্র সরকার।
•    ১৯৮৭-বাংলাদেশি গবেষক ও সংগ্রাহক আলী আহমদ।
•    ২০১৩ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।