ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন: বিপ্লবী তিতুমীরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ইতিহাসের এই দিন: বিপ্লবী তিতুমীরের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ জানুয়ারি, ২০১৭, শুক্রবার। ১৪ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনা
১৮৭৯ সালে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৯১৬ সালে বার্লিনে কমিউনিস্ট পার্টি ‘স্পার্টাকাস’ গঠিত হয়।
১৯২৬ সালে জন লগি ব্যায়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন।
১৯৪৩ সালে মার্কিন বোমারু বিমান জার্মানিতে প্রথম বোমাবর্ষণ করে।
১৯৬৭ সালে অ্যাপেলো নভোযানে পরীক্ষামূলক মহড়াকালে তিনজন নভোচারী নিহত হন।

জন্ম
-১৭৫৬ ভোল্‌ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার।
-১৭৮২ তিতুমীর, একজন ব্রিটিশবিরোধী বিপ্লবী।
তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। ছিলেন ওয়াহাবী আন্দোলনের সঙ্গে যুক্ত। জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়।
তার জন্ম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বসিরহাটের চাঁদপুর গ্রামে। বাবার নাম মীর হাসান আলী এবং মার নাম আবিদা রোকেয়া খাতুন। তিতুমীরের প্রাথমিক শিক্ষা হয় তার গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন। ১৮ বছর বয়সে তিতুমীর কোরানে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সঙ্গে তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন।
-১৯০৫ আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
-১৯৩৪ এদিত ক্রসঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

মৃত্যু
-১৮১৪ ইয়োহান গটলিব ফিকটে, ছিলেন একজন জার্মান দার্শনিক।
-১৮৬০ ইয়ানোস বলিয়ই, হাঙ্গেরীয় গণিতবিদ।
-১৯০১ জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
-১৯১৭ নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
-২০০৫ শাহ এ এম এস কিবরিয়া, বাংলাদেশের অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।