ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি জন মিলটন ও আলোকচিত্র লক্ষ্মীনারায়ণের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
কবি জন মিলটন ও আলোকচিত্র লক্ষ্মীনারায়ণের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন।

৮ নভেম্বর ২০১৬, মঙ্গলবার। ২৪ কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৩৩৯ - জার্মানির শাসক এডলফ হিটলারকে হত্যার একটি ব্যর্থ চক্রান্ত হয়।
•    ১৪৯৪ - ইতালিতে বিদ্রোহ হয়।
•    ১৭৩১ - ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম আমেরিকান পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।
•    ১৮৮৯ – মন্টানা যুক্তরাষ্ট্রের ৪১তম অঙ্গরাজ্যে পরিণত হয়।
 
মৃত্যু
•    ১৩০৮ - ধর্মবেত্তা, দার্শনিক ও যুক্তিবিদ জন ডান্স স্কোটাসের মৃত্যু।
•    ১৬৭৪ - প্রখ্যাত ইংরেজ কবি জন মিলটনের মৃত্যু। তিনি মূলত সপ্তদশক শতাব্দীর কবি হলেও একবিংশ শতকেও ‍তার জনপ্রিয়তা সমান রয়েছে। মিলটন বেশি প্রসিদ্ধ তার প্রসিদ্ধ কাব্য ‘প্যারাডাইস লস্ট’ এর কারণে। বিংশ শতাব্দীতে তার শ্রেষ্ঠত্বের হুমকি হয়েছিল টি এস এলিয়ট ও এফ আর লেভিস এর জনপ্রিয়তা। তবে তারা সবাই এখন সাহিত্যের আকাশে উজ্জ্বল তারকার মতো।
•    ১৮৮৭ - ফরাসি সমাজতান্ত্রিক বিপ্লবী, কবি এবং পরিবহনকর্মী ইউজিন পতিয়ের মৃত্যু।
•    ১৯৩৩ - ভারতীয় আলোকচিত্রী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর মৃত্যু। উপমহাদেশের প্রথম পেশাদার আলোকচিত্রী-চিত্রকরদের মধ্যে অন্যতম তিনি।  

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।