ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

আজব ফল, আজব লেখা!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
আজব ফল, আজব লেখা!

বিচিত্র পৃথিবীতে কতো বিচিত্র জিনিসই না আছে। আছে নানা অনাবিষ্কৃত প্রাণী ও উদ্ভিদ।

আমাজন অরণ্যের মতো নানা অগম্য বন-বনানীতে ও সমুদ্রের গভীরে। এযাবৎকালে জলে ও স্থলে যেসব উদ্ভিদ ও প্রাণী লোকচক্ষুর গোচরে এসেছে, তুলনায় এখনও অগোচরে রয়ে গেছে এমন উদ্ভিদ ও প্রাণীর সংখ্যাও কম নয়। এমনটাই বলছেন বিজ্ঞানীরা।
এই তো দু’তিন দিন আগে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র সৈকতে পরিত্যক্ত অবস্থায় লম্বাটে আকৃতির হলদে রঙের আজব এক ফল পাওয়া গেছে। শারজাহ পুলিশ অদ্ভুত এ নাম-না-জানা ফলের একটি ছবি পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রহস্যটা এখানেই শেষ নয়! ফলটির সারা গায়ে কীসব লেখা রয়েছে। এছাড়া ফলটির গায়ে পেরেক মারা।  
WBOC-TV Salisbury এ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন করেছে। প্রতিবেদনের শিরোনাম: ‘Emirati police find strange fruit covered in writing, nails’
 
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কেউই ফলটির নাম বলতে পারেনি।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।