ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

‘জেমস বন্ড’ রজার মুরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
‘জেমস বন্ড’ রজার মুরের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ অক্টোবর ২০১৬, শুক্রবার। ২৯ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

জন্ম
১৮৯০- ডোয়াইট্‌ ডি. আইজেনহাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি।
১৯২৭- রজার মুর, বৃটিশ, জেমস বন্ড (চরিত্র) খ্যাত মডেল এবং অভিনেতা।
১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তুমুল জনপ্রিয় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা রজার মুর। এছাড়া তিনি বেশ কিছু বইও লিখেন। ১৯৭৩ সালের লাইভ অ্যন্ড লেট ডাই ছবিতে রজার মুর তৃতীয়তম বন্ড হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। এর পর সাতটি চলচ্চিত্রে বন্ডের নাম ভূমিকায় অভিনয়ের রেকর্ড রয়েছে তার।
১৯৭১- অ্যান্ডি কোল, ইংরেজ ফুটবলার।
১৯৮১- গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৮ - গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিকেটার।

মৃত্যু
১৯৪৩- জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৮৩- অজিতেশ বন্দোপাধ্যায়, বাঙালি নাট্যকার এবং অভিনেতা।
১৯৯৯- তানযানিয়ার প্রাচীন নেতা জুলিয়াস কামবারাগে নাইরেরে মারা যান।

এছাড়া ১৪ অক্টোবর, বিশ্ব মান দিবস।

ঘটনাবলী
১৮৮২- পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরাতন সর্ব্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (পাকিস্তানে প্রথম) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৬- আ্যালেন আলেকজান্ডার মিলনী রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথম প্রকাশিত হয়।
১৯৩৩- নাজি জার্মানি কর্তৃক লীগ অব নেশনস ত্যাগ।
১৯৫৩- জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে।
১৯৬৪- এই দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিষ্কৃত হন।
১৯৫৬- বাবাসাহেব আম্বেদকর তার ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।