ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

মহাত্মা গান্ধী ও জেমসের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
মহাত্মা গান্ধী ও জেমসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২ অক্টোবর ২০১৬, রোববার। ১৭ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড মিলিয়ে চতুর্শক্তির মৈত্রী জোট হয়।
•    ১৭৯০ - যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
•    ১৯৯৫ - বাংলাদেশ সরকার সাপটা চুক্তি অনুমোদন করে।
•    ১৯৯৬ - মাদার তেরেসা আমেরিকার অনারারি সিটিজেনশিপ লাভ করেন।

ব্যক্তি
•    ১৮৬৯ - ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতা মহাত্মা গান্ধীর জন্ম।
•    ১৮৮৯ - খ্যাতনামা অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম।
•    ১৯০৪ - ব্রিটিশ লেখক গ্রাহাম গ্রিনের জন্ম।
•    ১৯০৬ - ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার মুত্যু।
•    ১৯১৭ - বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকারের মৃত্যু।
•    ১৯২৭ - নোবেলজয়ী সুইডিশ রসায়নবিদ অগাস্ট আরেনিয়াসের মৃত্যু।
•    ১৯৫০ - ভারতীয় মডেল ও অভিনেত্রী পার্সিস খামবাট্টার জন্ম।
•    ১৯৬৪ - জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের জন্ম। প‍ুরো নাম ফারুক মাহফুজ আনাম। নওগাঁ জন্মস্থান হলেও তার বেড়ে ওঠা চট্টগ্রামে। নগর বাউল ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট এ রক সংগীত শিল্পী ভক্তদের কাছে ‘গুরু’, ‘নগর-বাউল‘ নামেও পরিচিত। তিনি তার স্বতন্ত্র কণ্ঠ এবং স্টাইলের জন্য বাংলাদেশ এবং ভারতের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। জেমস বলিউডের কিছু চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।