ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

হাতে হেঁটে ৫০ ধাপ নামার বিশ্বরেকর্ড (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
হাতে হেঁটে ৫০ ধাপ নামার বিশ্বরেকর্ড (ভিডিওসহ)

ঢাকা: যোগীন্দ্রনাথ সরকারের সেই মজার দেশের কথা মনে আছে? যেখানে ‘পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে!’ মনে থাকলে ভালো, না থোকলে কেভিন ডেলকো আপনাকে মনে করিয়ে দেবেই!

সুইস এ তরুণ সম্প্রতি মাত্র ১৪.৫৮ সেকেন্ডে ৫০ সিঁড়ি নিচে নামার বিশ্বরেকর্ড গড়েছেন। হ্যাঁ, অবশ্যই হাতে হেঁটে।

মনে হবে, তিনি বুঝি সেই মজার দেশেরই লোক।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল অ্যাটেম্পে অবশ্য আরও একজন প্রতিযোগী ছিলেন। নাম হুয়াং ঝংগু। চীনা এ অ্যাথলেট ৫০ সিঁড়ি নিচে নামতে সময় নেন ৩০.৪১ সেকেন্ড। কাজেই গতির বিবেচনায় এগিয়ে যান কেভিন। হুয়াংয়ের প্রায় অর্ধেক সময় কম লাগিয়ে এ অবিশ্বাস্য রেকর্ড গড়েন কেভিন।

দেরি না করে নিজেই দেখে নিন!

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।