ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

চীনে মধুমাস পালনে ব্যস্ত ম্যাকাও বানর

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
চীনে মধুমাস পালনে ব্যস্ত ম্যাকাও বানর

ঢাকা: চীনে ঢেলে উত্তাপ দিচ্ছে গ্রীষ্মের সূর্য। ওলংক‍ু নেচার রিজার্ভে আঙিনা সেজেছে মধুমাসের ফলের আলপনায়।

গ্রীষ্মের তাপ যাতে রিজার্ভের বানর মহাশয়দের কাবু করতে না পারে তাই চলছে প্রস্তুতি।  

কেন্দ্রীয় চীনের হেনান প্রদেশের জিউয়ান সিটির এ রিজার্ভে বানররা মধুমাসের রসালো ফল খাওয়ায় ব্যস্ত। তীব্র গরম হট‍াতে কর্মীরা বানরদের সামনে হাজির করেছেন চার হাজার কেজি গ্রীষ্মকালীন ফল! রয়েছে কলা, তরমুজ, কমলা, আপেল, আনারস, গাজর, পাতাকপি ও আরও অনেক ফল।  

ওলংকু জানায়, এটি চীনের বানরের পাহাড়। এখানে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার ম্যাকাও বানর। দেশের ম্যাকাও প্রজাতির বানরের একটি বিরাট অংশ এখানকার বাসিন্দা।

জিউয়ান সিটির ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওলংক‍ু নেচার রিজার্ভের বিস্তৃতি একশো ২৮ বর্গ কিলোমিটার।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।