ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

তাজউদ্দীন আহমদের জন্ম

​ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
তাজউদ্দীন আহমদের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৩ জুলাই ২০১৬, শনিবার। ৮ শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮৯৩ - বঙ্গীয় সাহিত্য পরিষদের আদিরূপ ‘বেঙ্গল অ্যাকাডেমি অব লিটারেচার’ প্রতিষ্ঠিত হয়।
•     ১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি মুম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে।
•     ১৯৩৪ - ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে।
•     ১৯৪২ - ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
•     ১৯৫২ - জেনারেল মহম্মদ নেগুইবের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হন।

জন্ম
•     ১৮৯৮ - কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙ‍ালি সাহিত্যিক তিনি। লিখেছেন উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী ও ভ্রমণ কাহিনী। অর্জন করেছেন রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ ও পদ্মভূষণ পুরস্কার।  
•     ১৯২৫ - বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেন।

মৃত্যু
•     ১৯৫৭ - ইতালিয়ান কথাসাহিত্যিক জুজেপ্পে লাম্পাদুজা।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।