ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ডিভাইসে বোঝা যাবে গাছের কথা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
ডিভাইসে বোঝা যাবে গাছের কথা!

ঢাকা: যারা গাছ ভালোবাসেন ও গাছের পরিচর্যা করেন তাদের কেউ কেউ আবার কথাও বলেন গাছের সঙ্গে। কিন্তু গাছ কী সেসব কথা বোঝে বা  উত্তর দেয়? গাছের উত্তরটা আমরা বুঝতে না পারলেও গাছ কিন্তু ঠিকই একটা সংকেত দেয়।

গাছ তাদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে পাতায় একপ্রকার ক্ষুদ্র ইলেক্ট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন করে। এই সংকেত এতোই নিষ্প্রভ যে তা শনাক্ত করা কঠিন।

কিন্তু আবিষ্কৃত নতুন একটি ডিভাইস গাছের সৌখিন মালিকে সাহায্য করবে তাদের ফুলেরা কী বলছে তা বুঝতে। উদ্ভাবক টিম আশা করছে, এ ডিভাইসটি উদ্ভিদের যোগাযোগ ক্ষমতা সম্পর্কে আরও বেশি জানতে সহায়তা করবে।

উদ্ভিদের ইলেক্ট্রিক্যাল সিগন্যাল আবিষ্কার হয়েছে একশো বছরের বেশি সময় আগে। কিন্তু ১৮৭৩ সাল থেকে এখন পর্যন্ত এই সিগন্যাল অনুধাবন করা যায়নি। কারণ এগুলোর ব্যাকগ্রাউন্ডে রয়েছে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স।
 
নতুন আবিষ্কৃত ডিভাইস ফাইটল সাইনস এক্সপ্লোরার গাছের অজানা প্রতিক্রিয়াকে সামনে নিয়ে এলো। তা সম্ভব হয়েছে গাছের সঙ্গে সরাসরি সেন্সর বসিয়ে। যখন স্পিকারে গোলমাল শব্দ শোনা যাবে, বুঝতে হবে ভোল্টেজ পাল্টাচ্ছে।

ডিভাইস আবিষ্কারক সুইস বেসড ভিভেন্ট কোম্পানি আশা করছে, উদ্ভিদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য ডিভাইসে উদ্ভাবনী মেডিক্যাল সলিউশন ও ইউনিক মনিটরিং টেকনোলজি ব্যবহার করা হবে।
 
তবে অন্য উদ্ভিদ পর্যবেক্ষকের সঙ্গে এ ডিভাইসকে মেলানো যাবে না। এটি আলাদা। কারণ এটি পরিবেশ ভেদে গাছের গতিবিধিকে ধারণ করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, এর ফলে গাছের মালিক গাছের ভালোমন্দ অবস্থা, সুস্থতা ও ক্ষয়ক্ষতি বুঝতে পারবেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।