ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

প্যাঁচার চোখটিপ!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
প্যাঁচার চোখটিপ! ছবি: ইন্টারনেট থেকে

প্যাঁচা নিয়ে কত কথাই হয়। প্যাঁচার পাকানো চোখে ভয় কে না পায়? কিন্তু প্যাঁচার চোখ টিপ, তাও কি কেউ দেখেছে কোনও কালে।

না দেখলে দেখে নিন। ছবিতে ইউক্রেনের একটি প্যাঁচাকে। কষে একটা চোখ টিপ মেরেছে ফটোগ্রাফার অ্যান্ড্রু কের ক্যামেরায়। ইউক্রেনের কোবলেভো গ্রামে প্যাঁচার দিকে ক্যামেরা তাক করে দীর্ঘ প্রতীক্ষার পর কয়েকটি স্ন্যাপ অ্যান্ড্রু পেয়ে গেলেন ঠিকই কিন্তু যখন শেষ স্ন্যাপ, তখন ঠিক চোখ মেরে দিলো প্যাঁচা।

‘বেজায় মজা পেয়েছি, এমন স্পষ্ট চোখ মারতে কোনও প্যাঁচাতো দূরের কথা মানুষকেও দেখিনি। ’

গাছের ডালে দুটো গর্ত চোখে পড়ে। একটু পরে দেখি গোটা পাঁচেক প্যাঁচা আশেপাশে ঘুরঘুর করছে। আর ইতিউতি তাকাচ্ছে। ক্যামেরা তাক করার পর সাহসি এক প্যাঁচা সামনে এগিয়ে এলো, বেশ কাছাকাছি।

তারই একফাঁকে ক্যামেরায় চোখ টিপ ধরা পড়ে গেলো। একচোখ পুরো খোলা, আরেক চোখ বন্ধ।

বাংলাদেশ সময় ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।