ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছোট কুমিরেই উদরপূর্তি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ছোট কুমিরেই উদরপূর্তি!

ঢাকা: মোটাসোটা মস্ত এক কুমিরের সঙ্গে যুদ্ধ লেগেছে ছোট আরেক কুমিরের। সবুজাভ জলাশয়ে স্বজাতি দানবের সঙ্গে যে মৃত্যুয‍ুদ্ধ লেগেছিলো সেটি বোঝেনি ছোট কুমিরটি।



শেষমেষ ছোট কুমিরেরই হার হলো। তবে আশ্চর্যজনক ফলাফল, দৈত্য কুমির খেয়ে নিলো ছোট কুমিরটিকে। কুমিরও কুমির খায়! 

দুই কুমিরের নাটকীয় দৃশ্য দেখ‍ার পরও কি তা এড়িয়ে যাওয়া যায়?

জলাশয়ের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী দ‍ৃশ্যটি ক্যামেরাবন্দি করেন।

সান্দ্রা বেলের তোলা ফটোগ্রাফ সিরিজে পুরো ঘটনাটিই স্পষ্ট। প্রায় ১৪ ফুট লম্বা একটি কুমির তার চেয়ে ঢের ছোট এক কুমিরকে কামড়ে ধরে পানিতে ছুড়ে ফেললো। তারপরও গোগ্রাসে গিলতে লাগলো ক্ষুদে ক‍ুমিরটিকে।

ক‍ুমির দু’টির সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তর কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক পেনিনসুলার  রিনইয়েইরু ন্যাশনাল পার্কের কয়েকশো মিটার দূরে। পার্কের এই ক্যাটফিশ ওয়াটারহোলের কিছু দূরে কুমির সম্পর্কে সর্তক চিহ্ন দেওয়া রয়েছে।

বোঝা গেলো, এখানকার কুমিরেরা অন্য সবাইকে তো না-ই, স্বজাতিকেও ছেড়ে দেওয়ার পাত্র নয়! 

বেল কুইন্সল্যান্ড ন্যাশনাল পার্ক কুমিরের লড়াইয়ের ছবিগুলো পেয়ে মঙ্গলবার ফেসবুকে পোস্ট করেন।

কুইন্সল্যান্ড ন্যাশনাল পার্কের দেওয়া ছবির ক্যাপশন ‍ছিলো, ‘এসব ছবি মনে করিয়ে দেয় কুমিরের দেশে এরা দক্ষ কুমিরের স্মারক। ’

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।